যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় । মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিউট অফ সায়েন্স। সারা ভারতে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর পঞ্চম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রথমবার এই তালিকায় শীর্ষ ১০ এ পশ্চিমবঙ্গ থেকে দুটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।
এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী ব্যানার্জী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন “কলকাতা বিশ্ববিদ্যালয় তার স্থান ফিরে পেয়েছে, যাদবপুরের সঙ্গে কোনও তুলনায় যাচ্ছি না । এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও ভালো, গবেষণার দিক দিক দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে ও আমাদের লক্ষ্য সারা ভারতে এক নম্বর স্থান অধিকার করা।”
Be the first to comment