সমস্ত অপেক্ষার অবসান ৷ কলকাতায় এসে পৌঁছল করোনার ভ্যাকসিন কোভিশিল্ড ৷ মঙ্গলবার বেলা পৌনে দুটো নাগাদ পুণের সেরাম ইনস্টিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় করোনার ভ্যাকসিন ৷
করোনার ভ্যাকসিনের আগমণ ঘিরে বিমানবন্দরে ছিল সাজো সাজো রব ৷ আগে থেকেই তৈরি রাখা হয়েছিল দু’টি ইনস্যুলেটেড ভ্যান ৷ সেই ভ্যানে করেই সরাসরি বাগবাজারে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হয় ৷ যানজটের কারণে যাতে দেরি না হয়, সেই জন্য পুলিশের পাইলট কারেরও ব্যবস্থা করা হয়েছিল ৷
৮৩টি বাক্সে করে ভ্যাকসিনের মোট ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এসেছে কলকাতায় ৷ বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দু’টি বিশেষ ফ্রিজারে ২ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখা হবে এই ভ্যাকসিনগুলি ৷
বাগবাজারের এই কেন্দ্র থেকেই রাজ্যের আরও ৯৪১টি কেন্দ্রে এই ভ্যাকসিনগুলি পাঠানো হবে৷ আজই পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের জেলাগুলির উদ্দেশ্যে ইনস্যুলেটেড ভ্যানে করেই ভ্যাকসিনগুলি পাঠানো হবে ৷
আগামী ১৬ জানুয়ারি থেকে করোনার টিকাকরণ শুরু হওয়ার কথা ৷ আগামিকাল, বুধবারের মধ্যেই রাজ্যের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে যাবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
প্রাথমিক ভাবে সামনের সারিতে থেকে যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে ৷ এরপর তালিকায় থাকবেন পুলিশকর্মী, সাফাইকর্মী সহ অন্যান্যরা ৷
আগামী কয়েক মাসে গোটা দেশে তিন কোটি করোনা যোদ্ধাকে অগ্রাধিকারের ভিত্তিতে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে ৷ সোমবারই এ বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷
Be the first to comment