জ্বরে কাবু শহর কলকাতা ও পাশ্ববর্তী এলাকা, রক্ত পরীক্ষার পরও চিহ্নিত করা যাচ্ছে না কারণ

Spread the love

বর্ষার মধ্যে নতুন বিপত্তি । হঠাৎই জ্বরে কাবু শহর কলকাতা ও পাশ্ববর্তী এলাকা। রক্ত পরীক্ষার পরও চিহ্নিত করা যাচ্ছে না জ্বরের কারণ। ভাইরাল ফিভারেরও আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। শহরের বিভিন্ন হাসপাতালে এখন জ্বরে আক্রান্ত রোগীর ভিড়।

টানা বৃষ্টি। মানসিক অবসাদ তৈরি করা অাবহাওয়া। এরই মধ্যে মাথাব্যথা বাড়াচ্ছে জ্বরের প্রকোপ। সব বয়সের মানুষ বিশেষত শিশুরা আক্রান্ত হচ্ছে জ্বরে। রক্ত পরীক্ষাতেও স্পষ্ট হয়নি জ্বরের কারণ। আর এটাই চিন্তা বাড়িয়েছে চিকিৎসকদের।

গত কয়েকদিনে শহরের বিভিন্ন হাসপাতালে উপচে পড়ছে ভিড়। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন জেলা হাওড়া , হুগলি, দুই চব্বিশ পরগণা থেকেই জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি।
বেলেঘাটা আইডি — ২৭ আরজি কর — ১৭ মেডিক্যাল কলেজ – ১২ ন্যাশনাল মেডিক্যাল – ২১ ইন্সস্টিটিউট অফ চাইল্ড হেলথ – ১৪ এনআরএস – ২১
বাড়িতে জ্বর কমছে না । তাই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে জ্বরে আক্রান্তদের। টানা কয়েকদিন ধরে জ্বর কমেনি, এমন রোগীর চিকিৎসা নিয়েও ধন্দে চিকিৎসকরা। ভাইরাল ফিভারে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। বর্ষাকালে এত মানুষের ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার ঘটনায় অবাক চিকিৎসকরা।
তবে প্রবল অন্যান্য বারের মতো ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ এবার অনেকটাই কম। বর্ষার মরশুমে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। অক্টোবর পর্যন্ত জ্বরের প্রকোপ বেশিই থাকে। অনেক ক্ষেত্রে জ্বরের কারণ জানতে সময় লাগে। তবে জ্বরে আক্রান্তের সংখ্যা কম, বলে দাবি ৷ তবে জ্বরের এই প্রকোপ নিয়েও আশঙ্কার কিছু দেখছে না স্বাস্থ্য দফতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*