তিন জেলায় ঝড় বৃষ্টি শুরু হল। সকালেই অল্প ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মতই দিনের অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কলকাতা , হাওড়া, উত্তর ২৪ পরগণায় শুরু হয়েছে ঝড়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
হাওয়া অফিস আগেই জানিয়েছিল বুধবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতে ঝড়-বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে।
বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সেই মতোই শুরু হয়েছে ঝড়। এদিন সকালে কলকাতার আবহাওয়া দেখলে তেমন কিছু হতে পারে বলে মনে হয়নি। পরিস্কার আকাশ ছিল। দুপুর, এমনকি বিকেলেও আকাশ রৌদ্রজ্জ্বল ছিল। সন্ধ্যা হতেই আবহাওয়ায় পরিবর্তন ঘটে।
বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সকাল সকাল চলে এসেছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে বুধবার সারাদিন বৃষ্টি হয়নি।
Be the first to comment