গোটা দেশজুড়ে বিদায় নিল বর্ষা। তবে বর্ষা বিদায় নিলেও বুধবার মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু রোদের তাপ থাকবে তীব্র।
উল্লেখ্য, বুধবার শহর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি। কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতেও তাপমাত্রা একই থাকবে। কিছু কিছু এলাকায় অল্প পরিমাণে বৃষ্টিতে ভিজতে পারে পথ-ঘাট। দুই ২৪ পরগণা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আর্দ্রতার হার কমে শুষ্ক আবহাওয়া দেখা যাবে হাওড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেগিনীপুর, বাঁকুড়া, পূর্ব- পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
তবে দেশে ফিরছে দক্ষিণ-পূর্বের বর্ষা। তার আঁচ এ রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে। মূলত তামিলনাড়ুতে আগামী ২৪ ঘণ্টায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা বিদায় নেওয়ার পরই ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমতে থাকবে। এরপরই শীতের আগমন ঘটবে পশ্চিমবঙ্গে।
উল্লেখ্য, এবার কেরলের মতো এ রাজ্যেও দেরিতে ঢুকেছিল বর্ষা। এমনকি, বর্ষা বিদায়ও নিয়েছে দেরিতে। বর্ষা বিদায় মানেই শীতের জন্য প্রহর গোনা শুরু। ইতিমধ্যেই রাতের দিকে হালকা হিমেল ভাব অনুভূত হচ্ছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।
Be the first to comment