ডিসেম্বরের প্রথম দিনেই নামল শহরের তাপমাত্রা। দিল উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ব্যাপক হারে পারদ পতন হবে না , তবে উধাও হয়ে যাওয়া শীতের আমেজ ফিরবে।
বিগত সপ্তাহ খানেকের বেশী সময় ধরে উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ। ডিসেম্বর মাসের শুরু হয়ে গিয়েছে, তা মালুম হচ্ছে না শহরের মানুষের। সকালের দিকে অল্প ঠাণ্ডা ভাব থাকছে। বেলা বাড়লে রীতিমত গরম হচ্ছিল। দুপুরের দিকে পাখাও চালাতে হয়েছে অনেক বাড়িতে। সেই তুলনায় ডিসেম্বরের প্রথম দিনে কলকাতার তাপমাত্রা সামান্য নামল।
ডিসেম্বরের ১ তারিখ অর্থাৎ রবিবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯.০ডিগ্রি সেলসিয়াস, যদিও তা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশী। সর্বোচ্চ তাপমাত্রা একই রয়েছে। ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৫২ শতাংশ।
কিন্তু কেন এই পরিস্থিতি ? আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্জা চলছে। এর আগে উত্তর ভারতে থেকে বাংলার দিকে আসা ঠাণ্ডা হাওয়ার গতিপথ আটকে গিয়েছিল। বর্তমানে ঠাণ্ডা হাওয়া আসার গতিপথ খুলতে শুরু করেছে নেই। ফলে নামতে পারে শহরের তাপমাত্রা।
Be the first to comment