কোন্নগর কলেজের অধ্যাপকের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ ঘোষ ৷ বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই অধ্যাপককে ফোন করেন। উল্লেখ্য, বুধবারই কলেজ অধ্যাপককে মারধরের অভিযোগ উঠেছিলো টিএমসিপির সদস্যদের বিরুদ্ধে ৷ গতকাল অভিযোগ অস্বীকার করলেও আজ সর্বসমক্ষে ক্ষমা চাইলেন হুগলির তৃণমূলের জেলা সভাপতি ৷
প্রসঙ্গত, বুধবারই হীরালাল কলেজে এমএ কোর্সের শেষ পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর ছাত্রছাত্রীরা ক্লাসরুমে সেলফি তোলে ৷ সেই সময় ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের বচসা বাধে ৷ এরপর কলেজের অধ্যাপকদের মধ্যস্থতায় তখনকার মতো সব মিটে যায় ৷ এরপর কয়েকজন টিএমসিপি সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিতে থাকে ৷ কিন্তু ছাত্রছাত্রীরা তা বলতে অস্বীকার করায় এক ছাত্রীকে মারধর করা হয় ৷ এমন কী কলেজে তালা মেরে ছাত্রছাত্রীদের আটকে রাখা হয় ৷ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চ্যাটার্জি এই ঘটনার প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় ৷
যদিও টিএমসিপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় ৷ তারা জানায়, টিএমসিপির ছাত্রছাত্রীদেরও মারধর করা হয় । ছাত্ররা হয়তো অধ্যাপককে ধাক্কা দিতে পারে, তবে মারধর করা হয়নি। এরপর উত্তরপাড়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷
Be the first to comment