হাঙড়ের আক্রমণে কোস্টারিকার উপকূলে মৃত্যু এক নিউইয়র্ক ফাইনান্সিয়ারের

Spread the love

কোস্টারিকা উপকূলে স্কুবা ডাইভিংয়ের সময় হাঙড়ের আক্রমণে নিউইয়র্কের এক ফাইনান্সিয়ারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টারিকার পরিবেশ মন্ত্রণালয়।
৪৯ বছর বয়সী রোহিনা ভান্ডারী, ডব্লিউএল রস অ্যান্ড কোম্পানির এল.এল এর একজন সিনিয়র ডিরেক্টর, তাকে সনাক্ত করেন তার এক আমেরিকার পর্যটক বন্ধু, উনি জানান, ভান্ডারিকে গত বৃহস্পতিবারে মারাত্মকভাবে আক্রমণ করেন হাঙড়টি। তার দেহটি উদ্ধার করা গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে। তার সঙ্গে থাকে ২৬ বছর বয়সী ডাইভিং ইন্সট্রাকট্রর মারাত্মক ভাবে জখম হয়।
ডাইভিং ইন্সট্রাকট্ররটি অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থায় আছেন, তিনি জানান, কোস্টারিকার উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে কোকোস আইল্যান্ডের কাছাকাছি স্কুবা ডাইভিংয়ের সময় তাদের দলটি যখন সার্ফিং করছিল তখন হাঙ্গর আক্রমণ করে। মিস ভান্ডারী ভীষন ভাবে জখম হন এবং তিনিও আক্রমণ থেকে রেহাই পাননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*