ফাইল ছবি,
অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে বুধবারই চিঠি দিয়েছেন বুদ্ধিজীবীরা। আর সেই তালিকায় নাম ছিল অভিনেতা কৌশিক সেনের। আর তার জেরে এবার খুনের হুমকি পেলেন বিশিষ্ট ওই চলচ্চিত্র অভিনেতা। অভিযোগ, চিঠির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। বলা হয়, খুন করা হবে ওই অভিনেতাকে। ঘটনার জেরে লালবাজারে ফোন করে অভিযোগ জানিয়েছেন কৌশিক সেন। বুধবার বিকেলেই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি । সূত্রের খবর তিনি ফোন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে। জানান, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জেরে তিনি টেলিফোনে খুনের হুমকি পেয়েছেন।
পাশাপাশি কৌশিক সেন ইতিমধ্যেই যাদবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন বিষয়টি। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ যাদবপুর থানায় জমা পড়েনি বলে খবর। কৌশিক সেনের টেলিফোনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান।
Be the first to comment