CAA-এর উল্লেখ নেই, রাষ্ট্রপতির ভাষণে সংশোধনী প্রস্তাব তৃণমূলের

Spread the love

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল। এনিয়ে নোটিশ দেওয়া হয়েছে দলের তরফে। আজ দুপুরে রাজ্যসভায় আলোচনার কথা রয়েছে ।

এ প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় বলেন, “নাগরিক আইন নিয়ে গোটা দেশ তোলপাড় । অথচ সে সম্পর্কে রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ নেই । এটাই আমরা নোটিশ দিয়ে উল্লেখ করেছি । এবিষয়ে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।”

সংসদে সংশোধনী প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে সুখেন্দুবাবুর বক্তব্য, “সংসদীয় প্রথা ও আইন মেনেই প্রস্তাব পেশ করা হয়েছে । রাষ্ট্রপতি ভাষণের উপর এর আগে কোনও দল সংশোধনী এনেছে কি না জানা নেই । CAA, মূল্যবৃদ্ধি ও বেহাল অর্থনীতি নিয়েও সংশোধনী আনা হয়েছে । দুপুর ২টোর পর রাজ্যসভার অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে ।”

বিভিন্ন সভামঞ্চ থেকে CAA, NRC ও NPR-র বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী ৷ শহরে পদযাত্রা করেছেন ৷ একাধিকবার আওয়াজ তুলেছেন, বাংলায় NRC হবে না ৷ যদিও বিজেপি-র পালটা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংবিধান বিরোধী ৷ তা সত্ত্বেও CAA, NRC, NPR-র বিরুদ্ধে সুর নরম করেননি তৃণমূলনেত্রী ৷ বাংলার বাইরের NRC, NPR বিরোধী আন্দোলনকেও সমর্থন করে তৃণমূল ৷ দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদীর মৃ্ত্যুর ঘটনায় সরব হয় তৃণমূল ৷ সে রাজ্যে তৃণমূল প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, উত্তরপ্রদেশ পুলিশের বাধায় বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁদের ৷ এবার সেই পথে হেঁটেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল ৷

এছাড়াও 6 ফেব্রুয়ারি ও 8 মার্চ নয়া কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল মহিলা ব্রিগেড ৷ CAA বিরোধিতায় ওই দু’দিন মুখে কালো কাপড় বেঁধে পথে নামবেন দলের মহিলা কর্মীরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*