এবার করোনা থানা রাষ্ট্রপতি ভবনের অন্দরে, বাড়ছে আতঙ্ক

Spread the love

করোনা ভাইরাসের থাবাএবার সরাসরি রাষ্ট্রপতি ভবনে। আক্রান্ত রাষ্ট্রপতি ভবনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা। রাইসিনা হিলসের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ওই আধিকারিকের শরীরে মিলল করোনা পজিটিভ। দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাষ্ট্রপতি ভবনের বহু কর্মী ও পুলিশ আধিকারিককে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি ভবনের ভিতরেই পাশেই রয়েছে পদস্থ পুলিশ আধিকারিকদের অফিস।

গতমাসে, রাষ্ট্রপতি ভবনের এক কর্মীর আত্মীয়ের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়, ফলে একাধিক সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কোনও সচিব বা কর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি।

১৩ এপ্রিল রাষ্ট্রপতির সচিবলায়ের এক কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, যদিও মধ্য দিল্লির ওই বাসিন্দা রাষ্ট্রপতির সচিবলায়ের কর্মী বা ভবনের বাসিন্দা ছিলেন না, তাঁর অজানা জ্বরে মৃত্যু হযেছে বিবৃতিতে জানানো হয়েছে।

পরে যখন দেখা যায়, সেই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন রাষ্ট্রপতি ভবনে আবাসিক এক কর্মী, তখনই মধ্য দিল্লিতে থাকা সমস্ত পরিবারকে কোয়ারান্টিনে পাঠানো হয়। তাঁদের মধ্যে একটি পরিবারের এক সদস্যের পজিটিভ ধরা পড়ে, বাকিরা নেগেটিভ।

গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবনের তরফে জারি করা বিবৃতি বলা হয়, এক বছরের জন্য নিজের বেতনের ৩০ শতাংশ নেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে খরচের জন্য নিজের সফর ও নানা অনুষ্ঠানের খরচও কমিয়ে দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*