ভারত এখন ‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারক’, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন রাষ্ট্রপতি

Spread the love

৭২ তম প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিনের ভাষণে তিনি বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরেছেন ৷ জানিয়েছেন যে মহাকাশ থেকে কৃষি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল, বিজ্ঞানীরা ভারতবাসীর জীবন ও কাজকে অনেকটাই সমৃদ্ধ করেছেন৷

ভারতে কোরোনার দু’টো টিকাকরণ চলছে ৷ এদিন সেই প্রসঙ্গও উঠে এসেছে রাষ্ট্রপতির কথায় ৷ তিনি ভারতকে ‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারক’ হিসেবে বর্ণনা করেছেন ৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের সংস্কার নিয়েও মুখ খুলেছেন ৷ জানিয়েছেন যে সংস্কার করতে গেলে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়৷ কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ৷ তিনি জানিয়েছেন, কৃষকদের জন্যই ভারত শস্য ও ডেয়ারিতে স্বনির্ভর৷

গত এক বছরে চিনের সঙ্গে সীমান্তে লড়াই করতে হয়েছে ভারতকে ৷ চিন যাতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ভারতের দিকে অনুপ্রবেশ না করে, সেই বিষয়টিও খেয়াল রাখতে হয়েছে ভারতীয় সেনাকে৷ সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে রাষ্ট্রপতির ভাষণে৷ তিনি জানিয়েছেন, দেশ সাহসী সেনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে৷ লাদাখের গালওয়ান ভ্যালিতে যেভাবে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় সেনা জওয়ানরা তাঁদের দায়িত্ব পালন করেন, সেই বিষয়টিরও প্রশংসা করেছেন তিনি৷

কোরোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ভারতে ৷ রাষ্ট্রপতি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যে নিয়ম, নির্দেশিকা মেনে যাতে সমস্ত ভারতবাসী ভ্যাকসিন নেন৷ নির্বাচন কমিশনের প্রশংসাও করেছেন তিনি৷ বিহার ও জম্মু-কাশ্মীরে যে অবাধ নির্বাচন হয়েছে, তার জন্যই প্রংশসা করেছেন রাষ্ট্রপতি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*