পাকিস্তানের সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন গান্ধীজি। নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করে গান্ধীজির সেই ইচ্ছেকে মর্যাদা দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের শুরুতেই সিএএ নিয়ে এমন মন্তব্য করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন অধিবেশনের শুরুতে তাঁর ভাষণে উঠে এল কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিষয়টিও। তিনি বললেন, সাত দশক পর কাশ্মীর সমস্যার সমাধান হল।
তিনি আরও বলেন, প্রতিবাদের নামে হিংসা আসলে দেশকে দুর্বল করে দিচ্ছে। একইসঙ্গে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি।
এদিন রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, ‘মহাত্মা গান্ধী বলেছিলেন, যেসব হিন্দু পাকিস্তানে বসবাস করতে চান না তাঁরা ভারতে আসতে পারেন। আমাদের সরকার গান্ধীজির সেই স্বপ্ন পূরণ করেছে।’ রেকর্ড সময়ের মধ্যে কর্তারপুর করিডরের কাজ সম্পূর্ণ করার কথাও বলেন তিনি।
আয়ুস্মান ভারত যোজনা সম্পর্কে তিনি বলেন, ৭৫ লক্ষ মানুষ এই পরিষেবা নিয়েছেন। ২৭০০০ ওয়েলনেস সেন্টার তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, নাগরিকত্ব পাও্য়ার পদ্ধতি সম্পূর্ণ করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করেছে। বিশেষত উত্তর-পূর্বে শরণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment