প্রতিবাদের নামে যে কোনও ধরনের হিংসা সমাজ ও দেশকে দুর্বল করে ৷ আজ বাজেট অধিবেশনের শুরুতে সংসদে যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
রাষ্ট্রপতি বলেন, “আমার সরকার পরিষ্কার বিশ্বাস করে পারস্পরিক আলোচনা ও তর্ক-বিতর্ক গণতন্ত্রকে আরও মজবুত করে ৷ যেখানে প্রতিবাদের নামে যে কোনও ধরনের হিংসা আমাদের সমাজ ও দেশকে দুর্বল করে ৷”
গতকাল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ মিছিলে গুলি চলে ৷ ঘটনায় একজন জখমও হন ৷ গতকালের এই ঘটনার পর আজ রাষ্ট্রপতি বাজেট অধিবেশনে একথা জানান ৷ তিনি সঙ্গে বলেন, এই দশকটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোবিন্দ বলেন, “গত পাঁচ বছরে সরকার এই শতককে ভারতের শতক হিসেবে স্থাপন করেছে ৷ তাই এই দশকটিও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷”
আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে ৷ ১১ ফেব্রুয়ারি এই অধিবেশনের প্রথমভাগ শেষ হবে ৷ অধিবেশনের দ্বিতীয়ভাগ ২ মার্চ শুরু হবে ও ৩ এপ্রিল শেষ হবে ৷
Be the first to comment