জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা লজ্জাজনক। আমরা কী ধরনের সমাজ গড়ে তুলছি, সেটা ভেবে দেখতে হবে। কোনও মহিলার সঙ্গে যাতে এরকম না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই। পাশাপাশি তিনি আরও বলেন, শিশুকেও নিরাপদে রাখা সমাজের দায়িত্ব। আগামী প্রজন্মকে দিতে হবে উন্নত পরিবেশ।
বুধবার কাটরার বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি৷ সেখানেই তিনি এমন নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। তিনি বলেন, একটা ছোট্টো মেয়ের সঙ্গে কেউ এ রকম ব্যবহার করতে পারে? আমাদের সমাজে কোথাও একটা বড়ো গলদ রয়ে গিয়েছে।
Be the first to comment