মুকুল রায়ের ইস্তফার পর এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)–র চেয়ারম্যান পদে বসলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই কৃষ্ণ কল্যাণীকে এই পদে বসানো হল। উল্লেখ্য, বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের এই বিধায়ক।
সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তখন থেকেই একটা জল্পনা চলছিল, তাহলে কি রায়গঞ্জের এই বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হবে? সেই জল্পনাই সত্যি করে সোমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল কৃষ্ণ কল্যাণীকে। কিছুদিন আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। তাঁর ইস্তফার পর ওই পদটি খালি ছিল।
এর আগে বিজেপির পরিষদীয় দলের তরফে দাবি তোলা হয়েছিল, পিএসি চেয়ারম্যানের পদ বিরোধীদেরই প্রাপ্য। সেই হিসাবে ওই পদে বিজেপিরই কোনও একজন প্রতিনিধিকে বসানো হোক। বিধানসভার অধ্যক্ষের কাছে এই মর্মে দাবিও জানানো হয়। কিন্তু বিজেপির দাবিকে মান্যতা না দিয়েই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করেন বিধানসভার অধ্যক্ষ। এরপরই মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। মুকুল রায় আসলে বিজেপিতে রয়েছেন নাকি তৃণমূলে, সেই প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আদালতের নির্দেশ অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ শুনানি পর্ব শুরু করেন ও জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছে। এরপরই দেখা যায়, মুকুল রায় পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। এখন যিনি পিএসির চেয়ারম্যান হলেন, তিনিও বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক। তাহলে কি এবারও বিজেপির তরফে কৃষ্ণ কল্যাণীকে পিএসির চেয়ারম্যান করা নিয়ে প্রশ্ন তোলা হবে? সেটাই এখন দেখার অপেক্ষা।
Be the first to comment