দেশের প্রথম সারির অর্থনীতিবিদ কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যমকে দেশের প্রধান আর্থিক উপদেষ্টা নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এক সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। তিনি তিন বছর ওই পদে থাকবেন। এর আগে প্রধান আর্থিক উপদেষ্টা ছিলেন অরবিন্দ সুব্রহ্মণ্যম। তিনি গত জুলাইতে পদ ছেড়ে যান। তারপর থেকে ওই পদ শূন্য ছিল।
কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম এখন হায়দরাবাদে ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি আইআইটি এবং আইআইএমের ছাত্র ছিলেন। পিএইচডি করেছেন শিকাগো বুথ বিশ্ববিদ্যালয় থেকে। ব্যাঙ্কিং, কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক নীতি নিয়ে বিশ্বের প্রথম সারির বিশেষজ্ঞ তিনি।
একসময় নিউ ইয়র্কে জে পি মর্গান চেজের উপদেষ্টা ছিলেন। আইসিআইসিআই ব্যাঙ্কেও কাজ করেছেন। একসময় সেবিতে কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত এক্সপার্ট কমিটির সদস্য ছিলেন। কাজ করেছেন রিজার্ভ ব্যাঙ্কেও।
Be the first to comment