মাদকের ওভার ডোজ নাকি অন্য কোনও রহস্য! জনপ্রিয় মোবাইল গেম অ্যাপ এইচকিউ ট্রিভিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান কর্ণধার কোলিন ক্রোলের মৃতদেহ উদ্ধারের পর উঠেছে এমন প্রশ্ন। রবিবার সকালে নিউ ইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পড়ে থাকতে যায় কোলিনকে।
পুলিশ জানিয়েছে, কোলিনের বান্ধবীর ফোন পেয়েই অ্যাপার্টমেন্টে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে মাদকের কথা উল্লেখ থাকলেও অন্য সম্ভাবনার কথা এখনওই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এইচকিউ ট্রিভিয়ার তরফ থেকে বিবৃতি দিয়ে কোলিনের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘আমাদের বন্ধু ও সহকর্মী কোলিন ক্রোলের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। দুঃখের সঙ্গে তাঁকে বিদায় জানাচ্ছি। কোলিনের পরিবার, আত্মীয় ও প্রিয় মানুষদের জন্য আমাদের সমবেদনা রইল।’’
তদন্তকারী অফিসার আহমেদ নাসেরের কথায়, বিছানার উপর কোলিনের অচৈতন্য দেহ পড়েছিল। কোনও সাড় ছিল না। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এইচকিউ ট্রিভিয়ার আগে ভিডিও শেয়ারিং গেম ভাইনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন কোলিন। ২০১৭ সালে রাস ইউসুপোভের সঙ্গে যৌথভাবে ইন্টারমিডিয়া ল্যাব নামে একটি কোম্পানি তৈরি করেন কোলিন। এই কোম্পানিই মূলত এইচকিউ ট্রিভিয়া নামে এই গেম অ্যাপটি বানায়। লঞ্চ করার কয়েক মাসের মধ্যেই তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই গেম। জানা গেছে, পরবর্তীতে ইউসুপোভকে সরিয়ে কোম্পানির সিইও পদে বসেছিলেন কোলিন। অনৈতিক আচরণ ও অধস্তন কর্মচারীদের প্রতি তাঁর দুর্ব্যবহারের একাধিক রেকর্ড রয়েছে।
Be the first to comment