আর মাত্র ৫ দিন। উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।মোদী সরকারের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে,এবার আসবে নতুন সরকার, বারবার বলছেন নেত্রী।শুধু কথার কথা নয়, দিনরাত পরিশ্রম করে চলেছেন বাংলার জনগণমনঅধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলাকে নতুন ভোর দেখিয়েছেন তিনি। এবার দেশেও হবে পরিবর্তনের নতুন সূর্যোদয়,দিল্লি র মসনদে বসবেন মমতা। এই আশা তৃণমূল নেতা কর্মী শুধু নয়, বহু সাধারণ মানুষের।
বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা তাঁদের প্রিয় নেত্রীর স্বপ্ন অর্থাৎ মোদীবিদায়কে বাস্তবে পরিনত করতে প্রাণপাত পরিশ্রম করছেন।আমরা কথা বলেছিলাম তৃণমূল ছাত্রপরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।তার স্পষ্ট বক্তব্য উত্তর দিচ্ছে ডাক,বিজেপি নিপাত যাক।
তৃণাঙ্কুর বলেন বিগত কয়েক দিনের লোকসভা নির্বাচনী প্রচার গন্তব্যের অন্যতম উল্লেখযোগ্য স্থান ‘কোচবিহার’।কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের ভাইবোনদের উন্মাদনা একাগ্রতা স্বতঃস্ফূর্ত পরিশ্রম অন্যান্য জেলার ভাইবোনদের মতই আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের।
কোচবিহারের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীর সমর্থনে ১লা এপ্রিল দিনহাটায় আয়োজিত জনসমাবেশে প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে সেতাইয়ে জনসভায় সামিল হয়েছিলেন সেতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়া, কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের তরফে নরেন, রাব্বুল, অনির্বাণ, তাপস, নাফিসা, উত্তম, সাগর এবং বহু কর্মী সমর্থক ও উৎসাহী গ্রামীণ অধিবাসীবৃন্দ। আগ্রহী মুখের ভীড়ে বয়স সংখ্যা মাত্র। শীতলকুচির পথসভার পরে, পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে ১লা এপ্রিলের বিকেলে নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে আয়োজিত কর্মীসভায়, উপস্থিত দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতি সদস্যের জয়ের জন্য আত্মবিশ্বাস ছিল বিশেষ লক্ষনীয়৷
দিনের শেষে পুন্ডিবাড়ী চৈতন্য হাটের পথসভায় পথচলতি সাধারণ মানুষ এবং কর্মীসমর্থকদের আলাপচারিতার সন্ধ্যা ছিল আকর্ষণীয়।
২রা এপ্রিল কোচবিহারে নির্বাচনী প্রচার পর্বের গন্তব্য ছিল মাথাভাঙার ‘সি টিম মাঠ’। প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে সাথে নিয়ে জনমানসে সামিল হয়েছিলেন শীতলকুচির বিধায়ক শ্রী হিতেন বর্মণ এবং কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী নরেন্দ্র দত্ত। পড়ন্ত বিকেলে চৈতন্যের হাট বাজারে পথসভা উপস্থিত ছিলেন বিদায়ী সাংসদ পার্থ প্রতীম রায়।
৩রা এপ্রিল, ২০১৯ এর সকাল কোচবিহারের বাসিন্দা, দোকানী, টোটো চালক এবং পথচলতি সাধারণের সাথে আসন্ন নির্বাচনী প্রচারের সময় ছিল অত্যন্ত স্মৃতিমধুর।
আসন্ন ১১। উত্তরের প্রতিটি কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে প্রচারে সুর চড়িয়ে এগোচ্ছে কোচবিহার ৷ উৎসাহ উদ্দীপনা আগ্রহ প্রতি ইঞ্চিতে বুঝিয়ে দিচ্ছে মানুষের রায়, ভন্ড বিজেপির ভণ্ডামি বধে প্রস্তুত কোচবিহার।
Be the first to comment