কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দিলো পাকিস্তান। আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার এই কথা জানিয়েছে পাকিস্তান ৷ পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছে, শুক্রবার কুলভূষণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন ভারতীয় প্রতিনিধিরা ৷ তবে ভারতের তরফে কুলভূষণের সঙ্গে কারা সাক্ষাৎ করতে যাবেন তা এখনও জানা যায়নি ৷
প্রসঙ্গত, আগের মাসেই কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত। ১৭ জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ। ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে। এই নির্দেশের জেরে আন্তর্জাতিক স্তরে ধাক্কা খায় ইমরান খান প্রশাসন। এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা, অনুচ্ছেদ ১ (বি)-এর অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে । একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে।
ভারতের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের বলেন, পাকিস্তানের থেকে আমরা কনসুলার অ্যকসেস সংক্রান্ত প্রস্তাব পেয়েছি। আমরা সব দিক খতিয়ে দেখছি। আমরা কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি।
Be the first to comment