কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন ভারতের ডেপুটি হাইকমিশনার

Spread the love

কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করলেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসে এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। সোমবার কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল। ভিয়েনা চুক্তি, ICJ (আন্তর্জাতিক ন্যায় আদালত)-এর রায় ও পাকিস্তানের আইন মেনে এই কনসুলার অ্যাকসেস দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে অবশ্য জানানো হয়েছিলো, সম্পূর্ণ বাধাহীন ও নিষেধাজ্ঞাহীন ভাবে কুলভূষণের কাছে পৌঁছতে দিলে তবেই এই প্রস্তাব মানা হবে।

এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে ICJ-এর দ্বারস্থ হয়েছিল ভারত। ১৭ জুলাই ভারতের পক্ষে রায় দেয় ICJ। ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে। এছাড়াও ICJ জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ। সেই রায়ের পর পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ICJ-এর সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা, অনুচ্ছেদ ১ (B)-এর অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে। একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে।

সেই মতো এর আগে ১ অগাস্টও পাকিস্তান কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তান শর্ত আরোপ করেছিল যে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কূলভূষণের সাক্ষাৎ হবে একজন পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে। যা মেনে নেয়নি ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*