স্ত্রী ও মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন কুলভূষণ যাদব

Spread the love

২৫ ডিসেম্বর স্ত্রী ও মায়ের সঙ্গে কুলভূষণ যাদবকে দেখা করতে দেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল। জানা গিয়েছে, মা ও স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ভারতীয় দূতাবাসের এক আধিকারিকও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চলতি বছরের ১০নভেম্বর স্ত্রীর সঙ্গে দেখা করার ছাড়পত্র দিয়েছিল পাকিস্তান। মানবিকতার খাতিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছিল ইসলামাবাদ। কিন্তু সেই সময় স্ত্রীয়ের সঙ্গে দেখা করার ছাড়পত্র মিললেও মায়ের সঙ্গে দেখা করার বিষয়টি কোনও সিদ্ধান্ত নেয়নি পাকিস্তানের বিদেশমন্ত্রক। পাকিস্তানের বিদেশমন্ত্রক সূত্রে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী ২৫ ডিসেম্বর মা এবং স্ত্রীয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন কুলভূষণ যাদব।

ভারতীয় নৌসেনার প্রাক্তন কমান্ডার কুলভূষণ যাদবের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল পাকিস্তান। ২০১৬ সালে ৩ মার্চ পাক গোয়েন্দা সংস্থা অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে, ফাঁসির সাজাও ঘোষণা করা হয়। পরে ভারত সরকার আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হলে কুলভূষণের ফাঁসির আদেশের উপর স্থগিতাদেশ জারি করে আন্তর্জাতিক আদালত। ১৮ মে আন্তর্জাতিক আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত যাদবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পাকিস্তান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*