উন্নাও ধর্ষণে দোষী সাব্যস্ত কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

আজ উন্নাও ধর্ষণে সাজা ঘোষণা করা হল ৷ বিজেপির প্রাক্তন বিধায়ক দোষী সাব্যস্ত কুলদীপ সিং সেঙ্গারকে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ড ৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে ২০১৭ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে দিল্লির এক আদালত । দুপুর ২টোয় কুলদীপের শাস্তি ঘোষণা করা হয় দিল্লির তিস হাজারি আদালতে ৷ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে সেঙ্গারকে ৷

গত মঙ্গলবার জেলা আদালতের বিচারক ধর্মেশ শর্মা শুক্রবার পর্যন্ত শুনানি স্থগিতের নির্দেশ দিয়েছিলেন ৷ CBI-এর তরফে বহিষ্কৃত বিজেপি বিধায়কের যাবজ্জীবন শুনানি চাওয়া হয়েছে ৷ সিস্টেমের বিরুদ্ধে লড়ে যাওয়া এক নির্যাতিতার বিচার বলে উল্লেখ করা হয়েছে CBI-এর তরফে ৷

সর্বোচ্চ শাস্তি হিসেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে যাবজ্জীবন কারাদণ্ড চাওয়া হয়েছে ৷ বলা হয়েছে, অসহায় নির্যাতিতার আর্তির কথাই যেন আদালত মনে রাখে ৷ নির্যাতিতার আর্থিক ক্ষতিপূরণের কথাও বলা হয়েছে CBI-র কাউন্সেলের তরফে ৷ সেঙ্গারের তরফে কাউন্সেল তনভির আহমেদ মিরের বক্তব্য, ১০ বছরের বেশি কারাদণ্ড যেন সেঙ্গারকে না দেওয়া হয়, কারণ সেঙ্গারের রাজনৈতিক জীবন কালিমাহীন ৷ পূর্ববর্তী কোনও অপরাধের পরিসংখ্যান নেই ৷

উন্নাওয়ের এক যুবতি অভিযোগ করেন, ২০১৭ সালে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ করেছে তাঁকে । তিনি তখন নাবালিকা ৷ কিন্তু বিভিন্ন জায়গায় দরবার করেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়নি থানায় । উলটে বিধায়ক সেঙ্গারের সম্মানহানির অভিযোগে তাঁর বাবাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ ।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নাবালিকা । ওই ঘটনার পরের দিনই লক-আপে মৃত্যু হয় নির্যাতিতার বাবার । পুলিশের বিরুদ্ধে লক আপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ৷

রায়বরেলি থেকে একটি গাড়িতে করে ফিরছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা । পথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারলে নির্যাতিতার মাসি এবং কাকিমার মৃত্যু হয় । গুরুতর আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী ৷ এই ঘটনায় ফের অভিযোগ উঠেছিল, নিছক দুর্ঘটনা নয়, নির্যাতিতাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ৷ এদিকে নির্যাতিতার গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত মনোজ সিং সেঙ্গারের মৃত্যু হয় দিল্লির একটি হাসপাতালে । মনোজ কুলদীপের ভাই ৷ ধর্ষণের ঘটনায় অভিযু্ক্ত ছিল সেও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*