পুলিশকর্মী খুনের বদলা। দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই যোগ্য জবাব দিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ৩ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়েই, কুলগামে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। শনিবারই পুলিশকর্মী সালেম আহমেদ শাহের মৃতদেহ উদ্ধার হয়৷ রাতেই সেনাবাহিনীর ওই এলাকায় চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে খবর আসে৷ শুরু হয় তল্লাশি অভিযান। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। রবিবার ভোররাতেই তিন জঙ্গির মৃত্যু হয় বলে জানা গেছে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষপাল বৈদ জানান, কনস্টেবলকে অপহরণের পর থেকেই জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছিল। কুলগামে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। সঙ্গে সঙ্গে অভিযানে নামে পুলিশ ও সেনার যৌথবাহিনী। এই জঙ্গিরাই শুক্রবার ওই কনস্টেবলকে তুলে নিয়ে গিয়েছিল। তবে তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
Be the first to comment