প্রয়াত ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও কুলমিত মাক্কার

Spread the love

আবার বলিউডে দুঃসংবাদ। গত দুদিন ধরে একের পর এক মৃত্যু সংবাদে ঘুম ভেঙেছে দেশের মানুষের। প্রথমে ইরফান খান, পরে কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। কিছুতেই মেনে নিতে পারছে না দেশবাসী। শোকের মধ্যে আরও একটা খারাপ খবর। চলে গেলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও কুলমিত মাক্কার।

অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুতে শোক বিহ্বল বলিউড। আর এবার কুলমিতের প্রয়াণে আরও একবার ধাক্কা খেল বলিউড। জানা যাচ্ছে, লকডাউনের জেরে হিমাচল প্রদেশের ধর্মশালায় আটকে ছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও। সেখানেই তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সভাপতি অশোক পণ্ডিত। তিনিই কুলমিতের মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন।

ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রযোজক গিল্ডের সিইও-র মৃত্যুতে বলিউডে শুক্রবারও শোকের ছায়া অব্যাহত রইল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন করণ জোহর, সঞ্জয় সুরি, ফারহান আখতার,-সহ অন্যান্য অভিনেতা প্রযোজক ও পরিচালকরা। তিনি বহুদিন ধরে মুম্বইয়ের বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সারেগামা, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও ছিলেন তিনি। ২০১০ সালে গিল্ডের সিইও পদ পান কুলমিত।

হিন্দি টেলিভিশনের জন্য তিনি অনেক কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করেছেন বলিউডের বহু পরিচালক প্রযোজক। প্রসঙ্গত, মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরফান খানকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় কোলন ইনফেকশনের জন্য তিনি অসুস্থ।

বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত হন ঋষি কাপুর। অসুস্থ হয়ে বুধবারই এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ঋষির দাদা রণধীর কপূর সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ওর শরীর ভালো যাচ্ছিল না। কিছু সমস্যা দেখা দিয়েছিল। ক্যানসার তো রয়েছেই। শ্বাসকষ্টও শুরু হয়। সে জন্যই বুধবার সকালে ওকে হাসপাতালে ভর্তি করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*