পদত্যাগ করতে প্রস্তুত কুমারস্বামী

Spread the love

কংগ্রেসের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এমনকি পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করলেন তিনি। কংগ্রেস বিধায়করা বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাঁদের নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই ক্ষুব্ধ হন কুমারস্বামী। তিনি বলেন, কংগ্রেস সীমা অতিক্রম করছে। কংগ্রেসের উচিত বিধায়কদের নিয়ন্ত্রণ করা। সোমবার তিনি আরও বলেন, যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি পদত্যাগ করতে তৈরি।

উল্লেখ্য, উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেন, সেরা মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধারামাইয়া। উনি আমাদের নেতা। এতে দোষের কী আছে? এমনকি কেউ কেউ কুমারস্বামীর কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন।

এদিকে, মুখ্যমন্ত্রীর অভিযোগ, জেডিএস বিধায়কদের এখনও ফোন করে দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি ৷ টোপ দেওয়া হচ্ছে টাকার ৷ কুমারস্বামীর অভিযোগকে সমর্থন করেছেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*