ছেলের বিয়েতে মাস্ক না পরে ভুল কিছু করিনি, মাস্ক পরাটা জরুরিও নয়’, লকডাউনের মাঝেই জাঁকজমক করে ছেলের বিয়ে দেওয়ার পর সাফাই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার ছেলে এইচি কুমারস্বামীর।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এরই মাঝে বেঙ্গালুরু শহরের কাছেই নিজেদের ফার্ম হাউসে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। লকডাউনের মধ্যেই ছেলের বিয়েতে ব্যাপক আয়োজন করেন ওই জেডিএস নেতা।
খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই আচরণে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলেও। এমনকী কীভাবে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা লকডাউনের মাঝেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের বিয়েতে এই জমকালো অনুষ্ঠানের অনুমতি দিলেন তা নিয়েও ওঠে প্রশ্ন।
তবে সেসব সমালোচনার থোড়াই কেয়ার। উল্টে ছএলের বিয়ে দেওয়ার পর কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তিনি ভুল কিছু করেননি। নোভেল করোনা সংক্রমণের জন্য মাস্ক পরাও আবশ্যিক নয় বলেই মনে করেন ওই কুমারস্বামী।
বেঙ্গালুরুর ফার্ম হাউসে ছেলে নিখিলের বিয়ের অনুষ্ঠান সেরেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। রাজ্যের প্রাক্তন কংগ্রেস নেতার নাতনির রেবথির সঙ্গে বিয়ে হয় দক্ষিণী অভিনেতা নিখিলের।
শুক্রবার ভোরে বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ থাকলেও পরে বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। যদিও লকডাউনের সব নিয়ম মেনেই ছেলের বিয়ের অনুষ্ঠান করেছিলেন বলে আগে দাবি করেছিলেন কুমারস্বামী।
কিন্তু ছেলের বিয়ে দিয়ে ওঠার পরেই উল্টো সুরে কথা বলতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে ছেলের বিয়ে নিয়ে সমালোচনা শুরু হওয়ায় তিনি মর্মাহত হয়েছেন বলেও জানিয়েছেন।
Be the first to comment