কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর চরম সঙ্কটে তাঁর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার কুমারস্বামীকে ফোন করে তৃণমূল নেত্রী বলেন, আমরা আপনাদের পাশে রয়েছি। সংসদের ভেতরে ও বাইরে আপনার জন্য লড়াই করব। উল্লেখ্য, ঘোর সঙ্কটে কর্নাটকের কুমরাস্বামী সরকার ৷ জোটের শরিক কংগ্রেস মন্ত্রী ও বিধায়কদের পদত্যাগের হিড়িক পড়েছে ৷ সমর্থন প্রত্যাহার করেছে দুই নির্দল বিধায়কও। এইমুহূর্তে কার্যত সংখ্যালঘু কংগ্রেস জেডিএস জোট সরকার ৷ এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যে ছ’টায় ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী ৷ মনে করা হচ্ছে সেখানেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি ৷
এদিন বিজেপির বিরুদ্ধে কর্ণাটক ও গোয়ায় সরকার ফেলে দেওয়ার চক্রান্তের এই অভিযোগ তুলে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। তৃণমূল ছাড়াও ওই বিক্ষোভ ছিলেন আজম খান সহ সমাজবাদী পার্টির একাধিক সাংসদ। এছাড়াও ছিলেন সিপিআই নেতা ডি রাজা ও আরজেডির সাংসদরা।
Be the first to comment