মঙ্গলবার মকরসংক্রান্তি। পুণ্যস্নানের জন্য কুম্ভমেলায় জড়ো হয়েছে হাজার হাজার তীর্থযাত্রী। ভোর থেকে গঙ্গাসঙ্গমে ডুব দিয়ে শুরু হয়েছে পুণ্যস্নান। প্রশাসনের তরফে এই প্রত্যেকটি আখড়ার পুণ্যস্নানের জন্য ৪৫ মিনিট সময়সীমা ধার্য করা হয়। কুম্ভের নিরাপত্তা ব্যবস্থায় এবছর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশাসন। প্রায় ১২ কোটি তীর্থযাত্রী এবছর কুম্ভমেলায় অংশগ্রহণ করবে বলে অনুমান। তাই কুম্ভ নগরীর কাছাকাছি ৩২,০০০ হেক্টর এলাকা জুড়ে প্রয়োজনীয় যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনকে নিষিদ্ধ করা হয়েছে।
পাশাপাশি স্নানঘাট পর্যন্ত তীর্থযাত্রীদের যাওয়ার জন্য তৈরি করা হয়েছে ছোটো সেতু। প্রত্যকটি প্রবেশ ও প্রস্থান ক্ষেত্রে মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী।
এবছর কুম্ভমেলার দায়িত্বে রয়েছে ১৫ রাজ্য সরকারি বিভাগ ও ২৮ কেন্দ্রীয় সরকারি বিভাগ সহ ছয় কেন্দ্রীয় মন্ত্রক।
Be the first to comment