এলাহাবাদে জোর কদমে চলছে কুম্ভমেলার প্রস্তুতি

Spread the love

কুম্ভমেলার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে এলাহাবাদে। এখন থেকেই পূণ্যার্থীদের চলাচলের জন্য চওড়া করা হচ্ছে রাস্তাঘাট। এরকমই একটি রাস্তা চওড়া করার ক্ষেত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি মসজিদের কিছু অংশ। আর সেই বাধা কাটিয়ে তীর্থযাত্রীদের চলাচল সুগম করতে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাই। স্থানীয় মুসলিমদের বক্তব্য, তাঁরা স্বেচ্ছায় এই কাজে এগিয়ে এসেছেন। মসজিদের ওই অংশটি এমনিতেও সরকারি জমির ওপর গড়ে উঠেছিল। কুম্ভমেলাকে সামনে রেখে সরকার রাস্তা চওড়া করার প্রয়োজনীয়তা তাঁরা সমর্থন করেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, এবার প্রথম শাহি ২০১৯-এর ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। সেই দিনেই হবে প্রথম শাহি স্নান। পরের স্নান হবে ৪ ফেব্রুয়ারি মৌনি অমাবস্যায়। তৃতীয় শাহি স্নান হবে ১০ ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীতে। প্রতিবারের মতো এবারও কুম্ভ মেলাকে বিশ্বের দরবারে তুলে ধরতে সরকারি তৎপরতা তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*