কুণাল ঘোষের লেখা দুটি বইয়ের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বই প্রকাশের ছবি পোস্ট করেছেন কুণাল তাঁর ফেসবুক পেজে৷ বই প্রকাশের সময় সেখানে হাজির ছিলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷
কুণাল ওই পোস্টে জানিয়েছেন, ‘‘সরস্বতী পুজোর সকালে পার্থবাবুর বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানটি হল।’’
তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন এই বই প্রকাশের সময় পার্থ চট্টোপাধ্যায়ের স্মৃতি চারণের কথাও ৷ কুণাল লিখেছেন, ‘‘ পার্থদা চিরকালই আমার লেখা পড়েন, প্রশংসা করেন, উৎসাহ দেন। এদিনের বক্তব্যেও তার প্রতিফলনের ব্যতিক্রম ঘটে নি। খুব ভালো লাগল। ভালো লাগল পার্থদার স্মৃতিচারণ,‘ আমি তখন অ্যান্ড্রু ইউলের চাকরিজীবনে। কুণালই আমাকে মমতার উপর লিখিয়েছিল ওদের কাগজের রবিবাসরীয়তে- টালির চাল থেকে রেলভবন।’’
কুণাল ঘোষের লেখা প্রকাশিত বই দুটি হল ‘পথ হারাবো বলেই’ এবং ‘শাস্তির পর’৷ প্রথম বইটির উপন্যাস আকারের এবং প্রকাশক হল দেব সাহিত্য কুটীর৷ দ্বিতীয় বইটির বের করেছে ‘কিশলয় প্রকাশন’। এই বইটিতে রয়েছে দুটি অণুউপন্যাস।
এছাড়া এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণালের স্কুল টাকি বয়েজের উপর তথ্যচিত্র ‘সাজঘর’এর সিডি-র আনুষ্ঠানিক প্রকাশ হয়৷ স্কুলের ইতিহাস, অতীতের গল্প, প্রবীণ থেকে নবীন শিক্ষক শিক্ষিকা, ছাত্রদের সাক্ষাৎকারের ভিত্তিতে স্কুলের তিন প্রাক্তন এটি নির্মান করেছেন৷ পার্থবাবুর বাড়িতে ওই সিডি উদ্বোধনের পর স্কুল প্রাঙ্গণে এটির আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়।
Be the first to comment