রাজনীতি ছাড়লেও সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বাবুল সুপ্রিয়। এই সিদ্ধান্তে বাবুলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাবুল নাটক করছেন বলে টুইট করেছেন কুণাল।
ঠিক কী বলেছেন কুণাল ঘোষ ? কুণাল টুইটারে লিখেছেন, ‘আমি তো প্রথম থেকেই বলছি বাবুল নাটক করছেন। অপমানজনকভাবে মন্ত্রিত্বহারা কোণঠাসা বাবুল দিল্লির নজর টানতে ফেসবুককে ব্যবহার করেছেন তিনি। ইস্তফা দেওয়ার হলে স্পিকারকে দিতেন। এখন কোন কোন নেতার অনুরোধ দেখিয়ে নাটকের প্রত্যাশিত শেষদৃশ্যে পর্দা ফেলবেন, তার চিত্রনাট্য সাজানো চলছে’।
অন্য একটি টুইটারে কুণাল ঘোষ লিখেছেন,’ওওওওওওও বাবুল, গোড়াতেই তো বলেছিলাম নাটক, নাটক…এত কথার জাগলারি কেন???MP থাকব, রাজনীতি করব না!! দল করব না!!এতো আরও বড় সুবিধাবাদী নাটক।যা বলেছি মিলেই গেল। ইস্তফা নয়, নাটক নাটক নাটক।বস্তাপচা মুখরক্ষার কথা। ওওওও বাবুল, তোমার নাটক শুরুতেই ধরে ফেলেছি বলে তুমি নাকি রেগে বলেছো, আমি যেন আমার জামিনের শুনানি নিয়ে মাথা ঘামাই। শুনলে খুশি হবে জামিনটা ২০১৮ তে সুপ্রিম কোর্ট কনফার্ম করে দিয়েছে। তা তুমি কি এখন গান ছেড়ে নাটকই চালাবে? স্ক্রিপ্ট কিন্তু কাঁচা। শুরুতেই যা বলেছি মিলে গেল’।
উল্লেখ্য, সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক শেষে বাবুল সুপ্রিয় জানান তিনি সাংসদ পদ ছাড়ছেন না।এদিন বাবুল সুপ্রিয় বলেন, ‘রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হঠছি না। এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সাংসদ পদে থাকছি। আসানসোলে গিয়ে কাজ করব। কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেব না’। অন্য কোনও দলে যোগ দিচ্ছি না বলেও সাফ জানিয়েছেন বাবুল। তিনি এও জানিয়েছেন, সাংসদ-বাংলো ছাড়ছেন। নিরাপত্তাও ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। এদিন ফের ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবুল। রাজনীতি ছাড়লেও তিনি যে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, সেকথা স্পষ্ট করেছেন।
Be the first to comment