১২, ১৪-র পর ২১ ডিসেম্বর- শুভেন্দু অধিকারীর ‘ডিসেম্বর ধামাকা দিবস’। এই নিদান নিয়ে চূড়ান্ত কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কাল সবাই সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন”। শুভেন্দুর ২১ ডিসেম্বর নিদান নিয়ে তীব্র খোঁচা কুণালের। বলেন, ”১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু। ১৪ তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকেদের মেরে ফেলল। কাল ২১ তারিখ। ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। কাল সবাই সাবধানে থাকবেন। এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না। এরা খুবই বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন। বিজেপি বা বিজেপির যা শাখা সংগঠন আছে তাদের থেকে সাবধানে থাকবেন।”
ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার কথা একাধিকবার শোনা গিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখে। নির্দিষ্টভাবে তিনটি তারিখের উল্লেখও করেন বিরোধী দলনেতা। তার মধ্যে ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু হয়। ১৪ ডিসেম্বর আসানসোলে শুভেন্দু অধিকারীরই কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আগামিকাল ২১ ডিসেম্বর। যা নিয়েই পাল্টা আক্রমণ শাণান কুণাল। বলেন, ”তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে, বিজেপির থেকে সবাই দূরে থাকবেন”।
Be the first to comment