আগরতলার এনসিসি থানায় গিয়ে অসুস্থ কুণাল ঘোষ

Spread the love

মঙ্গলবার দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি মঙ্গলবার সকালে আগরতলা গিয়েছিলেন ৷ জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ত্রিপুরা পুলিশ ৷ সেইমতো আজ খোয়াই থানায় হাজিরা দিতে যান তিনি।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, প্রথমে কুণালবাবুকে খোয়াই থানায় হাজিরা দিতে বলা হলেও পরে তাঁকে এনসিসি থানায় ডাকা হয়। এনসিসি থানাতে হাজিরও হন কুণালবাবু। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে ৷ এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

আগরতলায় তৃণমূল যুব কংগ্রেসের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে খোয়াই থানায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখন তাঁর সঙ্গে সেখানে ছিলেন কুণাল ঘোষ । সেই সূত্রে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ডেকে পাঠায় খোয়াই থানা ।

কুণালবাবুর অসুস্থতার খবর পেয়েই সেই বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি যান তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতি আশিসলাল সিং এবং পার্টির রাজ্যসভার সদস্য শান্তনু সেন। শান্তনুবাবু নিজেও কুণালবাবুর স্বাস্থ্য পরীক্ষা করেন। এই বিষয়ে ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিসলাল সিংয়ের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি বলেন, ‘‘কুণালবাবুর রক্তচাপ এবং রক্তে শর্করার লেভেল ওঠানামা করার ফলেই সাময়িকভাবে অসুস্থ হন। এখন সুস্থ আছেন ৷’’

প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর একটি টুইট করে খোয়াই থানায় পুলিশের সমনের নোটিসটি পোস্ট করেন কুণাল ৷ লেখেন, “ত্রিপুরার খোয়াই পুলিশ স্টেশনের নোটিস পেয়েছি ৷ সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ ওরা আমাদের হেনস্তা করতে চাইছে ৷ থানার ওসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৫ জনের বিরুদ্ধে ৷ আমি এই নোটিস অনুযায়ী ব্যবস্থা নেব ৷ আইনি লড়াই চলবে ৷ তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা জানাব ৷”

চিঠিতে জানানো হয়েছিল, খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা স্বতঃপ্রণোদিত ভাবে কুণাল ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ এই নোটিসের চিঠি হাতে পাওয়ার ১০ দিনের মধ্যে এই ৫ জনকে খোয়াই থানায় হাজিরা দিতে হবে ৷ সেখানে অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সেইমতো আজ হাজিরা দেন কুণাল ঘোষ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*