বাংলায় বিজেপির চক্রান্ত রুখেছে তৃণমূল, উত্তরপ্রদেশে পারলেন না অখিলেশ, মন্তব্য কুণাল ঘোষের

Spread the love

ছলে-বলে-কৌশলে উত্তরপ্রদেশ দখল করেছে বিজেপি। ২১-এর বিধানসভা ভোটের সময় চক্রান্ত করে বাংলা দখল করার চেষ্টাও করেছিল বিজেপি। কিন্তু বাংলার মানুষ-তৃণমূল কংগ্রেস তা রুখে দিয়েছে। এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল বলেন, যারা জিতেছে, তাদের অভিনন্দন। উত্তরপ্রদেশে বিজেপির আসন কমেছে। অখিলেশ চেষ্টা করেছে, কিন্তু কেন্দ্রে বিজেপি থাকায় ছলে-বলে-কৌশলে জিতেছে। অখিলেশ হয়তো বিজেপির কৌশলটা ধরতে পারেনি, তবে চেষ্টা করেছে। পঞ্জাব বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।

তবে এদিন কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল। তাঁর কথায়, পঞ্জাবে কংগ্রেস পারেনি। কংগ্রেসের উচিত আয়নায় নিজেদের মুখ দেখা। তাদের জন্যই আজ বিজেপি বাড়ছে, মানুষের আস্থা অর্জনে ব্যর্থ কংগ্রেস। কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। কংগ্রেস থেকে বেরিয়ে আসুন জোট বাঁধুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে জোট হোক।

গোয়ায় প্রথমবারের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছিল তৃণমূল। নিজে আসন না পেলেও গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি দুটি আসনে জিতেছে। কুণাল বলেন, গোয়াতে সবে পা রেখেছি আমরা। কয়েকমাস আগে কাজ শুরু করে একটা সন্তোষজনক অবস্থায় আসতে পেরেছি।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, আজকের ফলের কোনও প্রভাব লোকসভায় পড়বে না। মানুষ বিকল্প চাইছে। বাংলাই তার নেতৃত্ব দেবে। বাংলা মডেল লোকসভায় কাজ করবে। বাংলার বিজেপি নেতৃত্ব এখানে বারবার হারছেন। এখানকার নেতারা চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা ঢাকতে অন্য রাজ্যের জয়ে আনন্দে মেতে উঠেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*