মুকুল রায়কে অবিলম্বে গ্রেফতার করা উচিত, বিস্ফোরক টুইট কুণালের

Spread the love

রাজ্য রাজনীতিতে নয়া মোড়। মুকুল কোন দলে উত্তর মেলায় ঘণ্টাখানেকের মধ্যেই বিস্ফোরক টুইট তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। এদিন বিকেলে নিজের অ্যাকাউন্টে টুইট করে, সিবিআই ও ইডি-এর কাছে মুকুল রায়-এর গ্রেফতারি চাইলেন তৃণমূল নেতা।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লেখেন, বিজেপি নেতা মুকুল রায়কে সারদা এবং নারদা মামলায় অবিলম্বে গ্রেফতার করা উচিত সিবিআই ও ইডি-এর। ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে ওঁর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার আর্জি জানিয়েছি।” 

এখানেই শেষ নয়, কুণাল ঘোষের সংযোজন, ”ও(মুকুল) একজন প্রভাবশালী ষড়যন্ত্রকারী। নিজেকে বাঁচাতে বিভিন্ন দলকে ও ব্যবহার করছে। মুকুল রায়কে কোনওভাবেই ছাড়া যাবে না।”

কুণাল ঘোষের এই টুইটের পর বঙ্গ রাজনীতির ময়দানে প্রবল চাঞ্চল্য ছড়ায়। ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ে দ্বৈত মতে কার্যত জোড়াফুলের ব্যাপক শোরগোল। অস্বস্তি আরও বাড়িয়ে মুকুলকে নিয়ে টুইট কুণাল ঘোষের। 

উল্লেখ্য, এদিনই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার সিদ্ধান্ত সামনে আসে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পিটিশনের ভিত্তিতে জানান, ” মুকুল রায় বর্তমানে বিজেপিতেই আছেন। রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই। তিনি দলত্যাগ করেছেন এমন কোনও প্রমাণ পেশ করা যায়নি। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।”

একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন মুকুল রায়। ভোটে জয়ীও হয়েছিলেন এই দাপুটে নেতা। কিন্তু, এরপর গত বছরের ১১ জুন ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি। তাঁর তৃণমূলে যোগদানের সিদ্ধান্তে রীতিমতো আলোড়ন পড়েছিল রাজ্য রাজনৈতিক মহলে। মুকুল রায়ের ঘাসফুল শিবিরে যোগদানের পরেই তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অধ্যক্ষের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই আবেদনের প্রক্ষিতে ১২ দফা শুনানি চলে স্পিকারের কক্ষে। শুনানি পর্বে মুকুল রায় দাবি করেছিলেন, তিনি বিজেপিতেই রয়েছেন। এদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়ের আসীন থাকার বিরোধীতা করে বিজেপি। তৃণমূলে যোগদানের পরেও তিনি কীভাবে এই পদে রয়েছেন, এই নিয়ে সরব হন গেরুয়া শিবিরের বিধায়করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*