ভুয়ো জব কার্ড প্রসঙ্গ তুলতেই সীতারমনের সমালোচনায় কুণাল ঘোষ

Spread the love

কলকাতায় এক অনুষ্ঠানে এসে মঙ্গলবার রাজ্য সরকারকে নানা ইস্যুতে বিঁধেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার মধ্যে যেমন ছিল সন্দশেখালি তেমনি ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড প্রসঙ্গ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই আক্রমণের পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, রাজ্যে এসে নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নয় বিজেপি নেতার মতো আচরণ করছেন।

কুণাল বলেন, ‘১০০ দিনের কাজে রাজ্যে সেরা শিরোপা দিয়েছে কেন্দ্র, অথচ ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ তুলে বকেয়া টাকা আটকে রেখেছে। কেন্দ্রেরই তালিকায় দেখা যাচ্ছে ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলি। সেখানে কোনও তদন্তকারী দল যাচ্ছে না। নিয়মিত তাদের টাকা দিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি বলেন এ সব করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে।’

প্রধানমন্ত্রী মোদীর ‘বিকশিত ভারত’ ইস্টার্ন ইন্ডিয়া ভাবনা নিয়ে ন‌্যাশনাল লাইব্রেরিতে ‘খোলা হাওয়া’ আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার যোগ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে রাজ‌্য সরকারে বিরুদ্ধে একশো দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিলের মতো একাধিক প্রকল্পে দুর্নীতির পুরনো অভিযোগগুলি একের পরে এক তুলে ধরেন। তিনি বলেন, ‘কেন্দ্র ও রাজ্য যৌথ কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ কোটি ভুয়ো মিড মিলের বিল জমা দেওয়া হয়েছে। টাকার অঙ্কে তা ১০০ কোটি টাকা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*