শাসকদলে ফের বড় দায়িত্বে কুণাল ঘোষ। তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন কো-অর্ডিনেটর হলেন কুণাল। একই সঙ্গে কো-অর্ডিনেটরের পদ পেলেন তৃণমূলের যুব নেতা শওকত মোল্লাও। বুধবার একথা জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পুর নির্বাচনের জন্য বিভিন্ন কো-অর্ডিনেটর নিয়োগ করেছে তৃণমূল। প্রথমে শাসক দলের তরফে দক্ষিণ ২৪ পরগণা জেলার কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হয়েছিল শুভাশিস চক্রবর্তী এবং অরূপ বিশ্বাসকে। কিন্তু বুধবার তৃণমূলের তরফে জানানো হল, এবার থেকে দক্ষিণ ২৪ পরগনার নতুন কো-অর্ডিনেটরের দায়িত্ব পাচ্ছেন কুণাল ঘোষ এবং শওকত মোল্লা। শুভাশিস চক্রবর্তীর পাশাপাশিই কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকবেন এঁরা দু’ জন। তবে অরূপ বিশ্বাস দক্ষিণ ২৪ পরগণার দায়িত্বে থাকছেন না। তিনি বর্ধমানের কো-অর্ডিনেটরের দায়িত্ব পেলেন।
প্রসঙ্গত, পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একটা সময় বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। প্রথমে দলের ওয়েবসাইটে একটি ভুয়ো প্রার্থী তালিকা প্রকাশিত হয়। যার জেরে জেলায় জেলায় নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরই অবশ্য নতুন করে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় দলের তরফে। কিন্তু তাতে বিভ্রান্তি পুরোপুরি কাটেনি। জোড়া প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার জেরে কোথাও কোথাও কর্মীদের অসন্তোষের ছবি প্রকাশ্যে চলে আসে। সেই বিভ্রান্তি কাটাতেই জেলায় জেলায় কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় শাসকদল।
প্রাথমিকভাবে দক্ষিণ ২৪ পরগণা জেলার কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব দেওয়া হয় শুভাশিস চক্রবর্তী এবং অরূপ বিশ্বাসকে। এদিন জানিয়ে দেওয়া হল অরূপের বদলে ওই জেলায় কো-অর্ডিনেটর হবেন কুণাল এবং শওকত। এদিন সকালেই সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ পুরভোটের প্রার্থী নিয়ে মুখ খোলেন। তিনি স্বীকার করে নেন, কোনও কোনও ক্ষেত্রে প্রার্থী নিয়ে বিভ্রান্তি ছিল। সেই বিভ্রান্তি অনেকাংশেই মিটেছে।
Be the first to comment