সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে ত্রিপুরা পুলিশ। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু কবে খোয়াই থানায় হাজিরা দেবেন? এই বিষয়ে ত্রিপুরা পুলিশকে ফোন করেন কুণাল ঘোষ। খোয়াই থানার IO-এর সঙ্গে ফোনে কথা হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। কবে হাজিরা দিতে পারবেন সেবিষয়েই খোয়াই থানার IO-কে জানান কুণাল ঘোষ, এমনটাই খবর তৃণমূল সূত্রে। মঙ্গলবার হাজিরা দেবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।
কুণাল ঘোষের কথায়, ‘ত্রিপুরা পুলিশের তরফে আমাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। মামলায় আমার এবং অভিষেক ব্যানার্জির নাম ছাড়াও আরও ৬ জনের নাম নথিভুক্ত করা হয়। সরকারি কাজে আমরা কেউ বাধা দিইনি৷ সেই প্রমাণও রয়েছে আমাদের কাছে। অভিষেক ব্যানার্জিকে ভয় পাচ্ছে বিজেপি। তাই অভিষেক ব্যানার্জির পদযাত্রায় অনুমতি দিচ্ছে না ত্রিপুরা প্রশাসন। বিজেপি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করেছে। এইভাবে বিজেপি আমাদের আটকাতে পারবে না।’
Be the first to comment