ফের কুণাল ঘোষকে তলব ত্রিপুরা পুলিশের

Spread the love

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে ফের তলব করলো ত্রিপুরার পুলিশ। কুণাল ঘোষ ত্রিপুরা গিয়ে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রেখেছেন বলে অভিযোগ। এই নিয়ে তার বিরুদ্ধে ত্রিপুরায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের করা হয়েছে ত্রিপুরার অমরপুর এবং ওম্পি থানাতে।

তারপরেই ওই দুই থানার পুলিশ নোটিশ পাঠিয়েছে কুণাল ঘোষকে। সোমবারই তাঁকে থানাতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরে কুণাল ঘোষের দাবি, ‘ যেভাবে এই মামলা করা হয়েছে তাতে পরিষ্কার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বিজেপি।

চলতি মাসেই নির্বাচন আগরতল মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ত্রিপুরার ২০টি পুরসভাতে। সেখানে মোট আসনে প্রায় ৫০% আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সবকটি আসনেই লড়াই করছে তারা।

গত মাসে, আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের দিনই কুণাল ঘোষকে তলব করেছিল আগরতলার পশ্চিম থানা। এবার পুরনির্বাচনের আগেই আবার তলব করা হয়েছে কুণাল ঘোষকে।

রবিবার তিনি নিজেই টুইট করে জানান, ‘ত্রিপুরায় আরও তিনটি নতুন মামলা আমার নামে। বিজেপি রামরাজ্য বলছে। আমি সীতার বনবাস আর পাতালপ্রবেশ বলেছি। আমার দাবি রাজনীতি থেকে ধর্ম দূরে রাখা হোক। রামকে রাজনীতির ব্যবসায় নামাবেন না। নোটিস পেতে শুরু করেছি। প্রত্যন্ত এলাকার থানাতেও পরিকল্পিতভাবে মামলা। ভালো, ত্রিপুরা ঘুরে দেখব।’

তার দাবি, তিনি রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ শ্লোগানের বিরোধিতা করেছিলেন। রামকে নিয়ে রাজনীতি না করার কথা বলেছিলেন। এই জন্য আগেও তাঁকে তলব করা হয়েছিল।
কুণাল ঘোষ বলেন, ‘পুলিশ যে নোটিশ পাঠিয়েছে তার জন্য আমি পুলিশকে দোষী করছি না। ওরা তো ওপরমহলের নির্দেশেই এটা করতে বাধ্য হয়েছে। অভিষেকের সভার পরে আমাদের কর্মীরা সেখানে উদ্দীপ্ত হয়েছে। ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে। ওরা একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে। তাই তৃণমূলের নেতাদের ওপর হামলা করা হচ্ছে। হামলা-মামলা এসব করে চক্রান্ত করছে। ওরা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে এটাই তার প্রমাণ। ওরা রামরাজ্য বলতে পারে। আমি সীতার অগ্নিপরীক্ষা, সীতার পাতালপ্রবেশ বলতে পারব না? ত্রিপুরার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে মামলা দিচ্ছে। আমার সেখানে অনেক জায়গা ঘুরে দেখা হয় নি। এবার ঘুরব। ’

এই সঙ্গে তিনি বলেন, ‘ কোনও নোটিশ পেলে আমি সাধারণত সশরীরে সেখানে যাই। কিন্তু এবার আদালত ঠিক করে দিক, রামায়ণের কোন অংশটা বিজেপি বলবে। আর কোন অংশটা আমরা বললে বিজেপি মামলা করবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*