ভয়াবহ তুষার ধসে প্রাণ হারালেন তিন ভারতীয় জওয়ান

Spread the love

শীতের শুরুতে একের পর এক তুষার ধসে বিপর্যস্ত জম্মু- কাশ্মীর থেকে লাদাখ। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় তুষার ধসে প্রাণ হারালেন তিন ভারতীয় জওয়ান। ওই আর্মি ক্যাম্পে থাকা চতুর্থ জওয়ানকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগেও গত মাসে ভয়াবহ তুষার ধসে প্রাণ হারিয়েছিলেন একাধিক ভারতীয় জওয়ান-সহ বেশ কয়েকজন মালবাহক।

গত ১৭ নভেম্বর সিয়াচেনে তুষার ধসে বরফ চাপা পড়ে মৃত্যু হয় ৬ জনের। ওই দিন দুপুরে সিয়াচেনের ১৮০০০ ফুট উচ্চতায় নর্দার্ন গ্লেসিয়ারে ধস নামে। আট জওয়ান নিখোঁজ হয়ে যান। এরপর শুরু হয় উদ্ধার কাজ।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

সিয়াচেনে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে এভাবেই প্রাণ হাতে নিয়ে দেশরক্ষার কাজ করেন জওয়ানরা।

২০১৬-তে তুষার ধসে এই সিয়াচেনেই প্রথমে নিখোঁজ হন ১০ ভারতীয় সেনা। হিমবাহের উত্তর অংশে তুষার ধস ঘটার পরে অনুমান করা হয় ওই দলটি ৬০০ মিটার উঁচু এবং ১ কিলোমিটার প্রশস্ত এক বরফ-প্রাচীরের অন্তরালে আটকে পড়েছিল। উদ্ধারকাজের পর জানা যায়, মারা গিয়েছেন ১০ জনই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*