চাঞ্চল্যকর মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়েন জোসেফ

Spread the love

প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব শীর্ষ আদালতের বিচার প্রক্রিয়া ঠিক পথে চলছিল না। বাধ্যহয়েই ঘুম ভাঙ্গাতে হয়। চাঞ্চল্যকর দাবি সদ্য অবসর নেওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি কুরিয়েন জোসেফের। এতদিন পরে তিনি সহ সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির প্রকাশ্যে বিদ্রোহ নিয়ে মুখ খুললেন। একটি সর্বাভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘বিদ্রোহ’ নিয়ে নিজের মতামত তুলে ধরেন। বলেন, বিচার প্রক্রিয়া ঠিকপথে চলছিল না। বিভিন্ন বিষয় আমরা তখনকার প্রধান বিচারপতির সামনে তুলে ধরি। কিন্তু কোনও লাভ হয়নি। বাধ্যহয়েই, প্রকাশ্য মুখ খুলতে হয়। এছাড়া জাতির কাছে বিষয়টি তুলে ধরা আর কোনও পথ খোলা ছিল না। জনগণকে বোঝানো দরকার ছিল যে, আমার আমাদের সাধ্যমত সচেতন করার চেষ্টা করেছি। ঘুম ভাঙ্গানোর প্রয়োজন ছিল। তাই সাংবাদিক বৈঠক ডেকে প্রতিবাদের রাস্তা নেই। যদিও তারপরে পরিস্থিতিক অনেকটাই উন্নতি হয়েছে। প্রসঙ্গত এবছর জানুয়ারিতে মামলা বন্টন নিয়ে বিচারপতিদের বিদ্রোহের মুখে পড়েন প্রধান বিচারপতি দীপক মিশ্র। সুপ্রিম কোর্টের ইতিহাসে যা রীতিমতো বেনজির ঘটনা। বিচারপতি কুরিয়েন যোসেফ ছাড়াও ছিলেন জে চেলমেশ্বর, রঞ্জন গগৈ ও মদন বি লকুর। এর মধ্যে রঞ্জন গগৈ বর্তমানে দেশের প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন। ৩০ নভেম্বর অবসর নেন কুরিয়েন জোসেফ। বিচারবিভাগের দুর্নীতির প্রসঙ্গেও নিজের মতামত জানান। উচ্চস্তরীয় বিচার বিভাগে কোনও দুর্নীতি আছে বলে মনে করেন না তিনি। তাঁর দাবি, যদি কিছু দুর্নীতি থেকে থাকে সেটা নিম্ন স্তরে। সেটাও রাজ্যের চিন্তার বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*