বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। বাংলার রাজ্যপাল পদ থেক ইস্তফা দিয়ে জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হয়েছেন। মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে তাই জরুরি ভিত্তিতে বাংলার বাড়তি দায়িত্ব দেওয়া হল।
সোমবার সন্ধ্যায় তিনি রাজভবনে রাজ্যপাল হিসেবে শপথ নেন। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন নতুন রাজ্যপালের শপথগ্রহণে দেখা যায়নি। শুভেন্দুর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিজেপির তরফে দুই প্রতিনিধি এদিন হাজির ছিলেন।
এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন লা গণেশন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ঠিক হয় আজ সন্ধেয় রাজ্যপাল পদে শপথ নেবেন তিনি। আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। প্রোটোকল মেনে রাজভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, ধনকড় পরবর্তী সময়ে বাংলার রাজ্যপাল কে হবেন, তা ঘিরে জল্পনা তৈরি হয়। এক্ষেত্রে সবচেয়ে চর্চিত নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। কিছুদিন আগে তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন নকভি। ওয়াকিবহাল মহলের মতে, পরবর্তী সময় তাঁকে বাংলার রাজ্যপাল করা হতে পারে।
Be the first to comment