যারা দেশকে সীমান্তে সুরক্ষা দেন, তাঁরা নিজেরাই সুরক্ষিত নয়। করোনা থাবা বসালো ভারতীয় সেনাবাহিনীতেও। প্রথম কোনও সেনা জওয়ানের শরীরে মিলল চিনা এই ভাইরাসের হদিশ। সেনা সূত্রে খবর, ওই জওয়ান লাদাখের বাসিন্দা। ওই জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যেই ওই জওয়ানকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
জানা গিয়েছে , ওই সেনা ল্যান্সনায়েক পদের ওই জওয়ান। গত সোমবারর নমুনা পরীক্ষার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ওই সেনা জওয়ানের বাবা সম্প্রতি ইরান থেকে ফিরেছিলেন। তিনিও এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেনা জওয়ানের চিকিৎসা শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী ও বোনকে লাদাখে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে এখন লাদাখে আক্রান্তের সংখ্যা ৮ জন। সারা দেশে এই সংখ্যা ১৪৮। কলকাতায় ১ জন আক্রান্ত।
সেনা সূত্রে খবর ওই সেনার বাবার ২৯ ফেব্রুয়ারি করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগেই ২৫ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ ওই সেনা আবার ছুটি নিয়েছিল। ২ তারিখ সে কাজে যোগদান করে। কিন্তু যেহেতু তাঁর বাবার করোনা ধরা পড়ে তাই তাঁকেই দ্রুত ছুছোতের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই সে তাঁর পরিবারকে সাহায্য করছিল। সাত মার্চ তাঁর করোনা পরীক্ষা হয়। ১৬ তারিখ তাঁর ফল পজেটিভ আসে।
এদিকে সেনার পক্ষ থেকে সমস্ত ট্রেনিং বাতিল করে দেওয়া হয়েছে, যা ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং কনফারেন্স ছাড়া সব কিছুই স্থগিত রাখা হয়েছে।
Be the first to comment