অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুরের ঘটনার তদন্ত, ঘোষণা যোগী সরকারের

Spread the love

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুর খেরির ঘটনার তদন্ত করানো হবে। সোমবার এই ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ একই সঙ্গে যোগী সরকার জানিয়েছে যে চারজন কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

যোগী রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তি জানিয়েছেন, সরকার ১০ লক্ষ টাকা করে আহতদেরও সাহায্য করবে ৷ তাছাড়া স্থানীয় স্তরে নিহত কৃষকদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে ৷ কৃষক পরিবারগুলির কাছে এই সংক্রান্ত চুক্তিও পৌঁছে গিয়েছে ৷

রবিবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’টি এফআইআর করা হয়েছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আটজন মারা গিয়েছেন ৷ তাঁদের মধ্যে চার জন কৃষক ৷ আর চারজন বিজেপি কর্মী ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ঘটনাটি ঘটে ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় অভিযুক্ত ৷ তাঁর নামও এফআইআর-এ রয়েছে বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে এদিন লখিমপুর খেরিতে যান উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার ৷ তিনি সেখানে তদন্ত ও আর্থিক সাহায্যের বিষয়টি ঘোষণা করেন ৷ তিনি যখন এই ঘোষণা করেন, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ একই সঙ্গে প্রশান্ত কুমার জানান যে কৃষকদের সমস্যা সমাধানের জন্য কমিটি তৈরি করা হয়েছে ৷ তদন্ত করা হবে ৷ দোষীদের সবাইকে কড়া শাস্তি দেওয়া হবে ৷

এদিকে এই ঘটনা নিয়ে সংযুক্ত কিষান মোর্চার তরফে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে চিঠি লেখা হয়েছে ৷ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে ৷ একই সঙ্গে দাবি করা হয়েছে, যাতে অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত বছর তিনটি নতুন কৃষি আইন নিয়ে আসে কেন্দ্রীয় সরকার ৷ সেই আইন প্রত্যাহারের দাবিতে গত বছর থেকেই কৃষকদের আন্দোলন চলছে ৷ সেই আন্দোলন ঘিরে নানা সময়ে বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে ৷ রণক্ষেত্র হয়েছে পরিস্থিতি ৷ কিন্তু রবিবার লখিমপুর খেরির ঘটনা সবকিছু ছাপিয়ে গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*