উত্তরপ্রদেশ সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট ৷ যোগী রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি লখিমপুরে খেরি কাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট-এর কাজকর্ম প্রতিদিন খতিয়ে দেখবেন ৷ একথা উত্তরপ্রদেশ সরকারকে এর আগের দিনের শুনানিতে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৩ সদস্যের বেঞ্চ ৷ এবার সে বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা আদালতকে জানানোর তারিখ ধার্য করে দিল সুপ্রিম কোর্ট ৷
শুক্রবার এই মামলার শুনানিতে সরকার পক্ষে আইনজীবী হরিশ সালভে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে গঠিত বেঞ্চকে অনুরোধ করে বলেন, “বিচারপতি কি আমায় সোমবার পর্যন্ত সময় দেবেন ? আমি প্রায় সবই করে ফেলেছি ৷”
বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি সূর্য কান্তের সহ প্রধান বিচারপতি এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, “সোমবার জানান ৷” ৮ নভেম্বর ডিভিশন বেঞ্চ লখিমপুর খেরি কাণ্ডের তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায়, এই তদন্ত নিরপেক্ষ, পক্ষপাতহীন, স্বচ্ছ হওয়া উচিত ৷ তাই ৩ সদস্যের বেঞ্চ অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে প্রতিদিন তদন্ত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে ৷ এমনকি যোগী সরকারের গঠিত এক সদস্যের তদন্ত কমিশনের উপর আদালতের কোনও আস্থা না থাকার বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেন ৩ বিচারপতি ৷
প্রসঙ্গত উল্লেখ্য, লখিমপুর খেরির তিকোনিয়া-বনবীরপুর রোডের হিংসার ঘটনার তদন্তে এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তবকে নিয়োগ করে রাজ্য সরকার ৷ ৮ নভেম্বর আদালত পর্যবেক্ষণে জানায়, প্রাথমিক ভাবে এটা বোঝা যাচ্ছে যে, নির্দিষ্ট একজন অভিযুক্তকে সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷
৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আশিস মিশ্র স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ছেলে ৷ ইতিমধ্যে ৯ নভেম্বর তদন্তে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির পরীক্ষায় প্রমাণিত হয়েছে আশিস মিশ্রের আগ্নেয়াস্ত্র, অঙ্কিত দাস এবং অঙ্কিতের দেহরক্ষীর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালনো হয়েছে ৷ কিন্তু ওই আগ্নেয়াস্ত্রগুলি থেকে ৩ অক্টোবরের ঘটনার সময় বা অন্য কোনও দিন গুলি ছোড়া হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানা যায়নি ৷
যদিও ৩ অক্টোবর হিংসাত্মক ঘটনার সময় উপস্থিত অনেকেই গুলি চালানোর জন্য আশিস মিশ্রের দিকে আঙুল তুলেছেন ৷ কিন্তু মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্টে গুলির আঘাতে মৃত্যুর কথা জানা যায়নি ৷
Be the first to comment