লখিমপুর খেরির ঘটনা নিয়ে স্থানীয় আদালতে ৫ হাজার পাতার চার্জশিট জমা দিল বিশেষ তদন্তকারী দল ৷ ঘটনার মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর নাম ৷
বিশেষ সূত্রে খবর, হিংসা চলাকালীন আশিস মিশ্র ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে তারা জানতে পেরেছে, চার্জশিটে এটাই জানিয়েছে পুলিশ ৷ চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে আশিসের এক আত্মীয়ের নামও ৷
৫ হাজার পাতার চার্জশিট একটি তালা বন্ধ বিরাট ট্রাঙ্কে লখিমপুর শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে যায় পুলিশ ৷ সরকার পক্ষের শীর্ষ আইনজীবী এসপি যাদব জানিয়েছেন, “হ্যাঁ, চার্জশিট দাখিল করা হয়েছে ৷” চার্জশিটে বীরেন্দ্র শুক্লা নামে আরও একজনের নাম যুক্ত করা হয়েছে ৷ মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷
উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে আগেই দাবি করেছিল বিশেষ তদন্তকারী দল ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে বিচারককে জানিয়েছিল ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে-সহ অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনার আবেদন জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা ৷
৩ অক্টোবর লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ৪ জন কৃষক মারা যান। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও ৩ জন মারা যান ৷ সে দিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত লখিমপুর খেরির ঘটনায় আশিস-সহ ১৩ জনকে গ্রেফতার করেছে সিট ৷ তাদের লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে ৷
Be the first to comment