বর্ষবরণে আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশের ক্র‍্যাক টিম, থাকছে বিশেষ দলও

Spread the love

বর্ষবরণের রাতে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না কলকাতা পুলিশ । আর তাই পথে নামতে চলেছে ক্র‍্যাক টিম। সঙ্গে থাকবে কলকাতা পুলিশের স্পেশাল টিম। বিশেষ প্রয়োজন না হলে পার্কস্ট্রিটের যান চলাচল বন্ধ করা হবে না। পাশাপাশি ইভটিজিং এবং শ্লীলতাহানি রুখতে থাকছে সাদা পোশাকের বিশেষ দল।

লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার রাতে শহর জুড়েই থাকছে কড়া পুলিশি ব্যবস্থা। মোট ৫ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে শহরে। গোটা শহরে কাজ করবে ১৩০ টি পিকেট। বিভিন্ন জায়গায় চলবে নাকা চেকিং। মূলত নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো, বেআইনি মদ বাজেয়াপ্ত করতে চালানো হবে বিশেষ অভিযান। তবে পার্কস্ট্রিটের উপর বিশেষ নজর রাখা হবে । সেখানে এবারই প্রথম মোতায়েন করা হচ্ছে ক্র‍্যাক টিম। এই টিমে থাকবে ৬০ জন প্রশিক্ষিত পুলিশকর্মী। তাদের মধ্যে থাকবে মহিলা কমান্ডোদের নিয়ে তৈরি ৩০ জনের ওয়ারিয়র্স দল। সঙ্গে থাকবে তিনজন পুরুষ কমান্ডো। এই দলের নেতৃত্বে থাকবেন একজন ডিভিশনাল কমিশনার ও একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পাশাপাশি থাকতে চলেছে পাঁচটি স্পেশাল টিম । এই দলটির কাজ হবে কোনওভাবে পার্কস্ট্রিটে যাতে জটলা তৈরি না হয়, তা দেখা। এই টিমগুলির প্রতিটিতে থাকবে দু’জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দু’জন সার্জেন্ট, ১০ মহিলা পুলিশ এবং ১০ জন পুরুষ পুলিশকর্মী।

এছাড়াও থাকবে একটি স্পেশাল ল অ্যান্ড অর্ডার টিম। জানা যাচ্ছে , পার্ক স্ট্রিটকে আগামীকাল রাতে ভাগ করা হচ্ছে পাঁচটি সেক্টরে। যেখানে থাকবে ১৯ টি পিকেট। তার মধ্যে চারটির দায়িত্বে থাকবেন ডিভিশনাল কমিশনাররা। এছাড়া ওই চত্বরে ২২টি অতিরিক্ত পিকেটের দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও পুলিশ । তবে এই পিকেটগুলি মূলত কাজ করবে ভিড়ের সময় । এছাড়া আগামীকালের জন্য তৈরি করা হচ্ছে ১৫ টি অ্যাসিস্ট্যান্ট বুথ। পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে নয়টি পার্কিং লট। দুটি অ্যাম্বুলেন্সও মোতায়েন করা হচ্ছে। ১২টি মেট্রো স্টেশনে থাকছে বিশেষ নজরদারি দল। পাশাপাশি গোয়েন্দারা সাদা পোশাকে ক্লাবগুলিতেও নজর রাখবেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*