দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষেঃ লালকৃষ্ণ আডবানি

Spread the love

অবশেষে মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি। লোকসভা ভোটের মুখে ৫০৯ শব্দের এক বিস্ফোরক ব্লগে বিজেপির উদ্দেশ্যেই দিলেন বিশেষ বার্তা। তিনি লেখেন, দেশ আগে, দল পরে, ব্যক্তি শেষে ৷ একসময়ের দাপুটে প্রবীণ এই বিজেপি নেতাকে প্রার্থী পদের তালিকা থেকে ব্রাত্য রেখেছে দল ৷ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নীরব ছিলেন তিনি, পাওয়া যায়নি কোনও প্রতিক্রিয়াও ৷ তবে লোকসভা ভোটের মুখে অবশেষে নীরবতা ভেঙে নিজের ব্লগেই মনের কথা বললেন আডবানি ৷ তিনি লিখেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কখনও শত্রু ভাবেনি বিজেপি ৷ দলের জন্মলগ্ন থেকে এমন মনোভাব ছিল না ৷ এটাই খুব গুরুত্বপূর্ণ সময় যখন বিজেপির পিছনে ফিরে দেখা উচিত ৷ তারপর নিজের অন্দরে উঁকি দিয়ে আগামী দিনের দিকে এগিয়ে যাওয়া উচিত ৷

পাশাপাশি বতর্মান দিনে বিজেপির জাতীয়তাবাদী আদর্শ নিয়ে প্রশ্ন তুলে লালকৃষ্ণ আডবানি লিখেছেন, বিজেপির জাতীয়তাবোধ পরমতসহিষ্ণু ৷ বিরোধী কথা বললেই কেউ দেশবিরোধী হয়ে যায় না। তিনি আরও লেখেন, ব্যক্তিগত ও রাজনৈতিক চিন্তার স্বাধীনতা ছিল। গণতন্ত্র শক্তিশালী করতে সকলে এগিয়ে আসুন ৷ তবে সবাই আরও চিন্তা করুন।


এদিকে লালকৃষ্ণ আডবানির মতাদর্শকে স্বাগত জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটারে লেখেন, আডবানিজির মতামতকে স্বাগত জানাই। উনি গণতান্ত্রিক দেশ সম্পর্কে যে মতামত পোষণ করেছেন তা একদম যুক্তিযুক্ত। অবশ্যই বিরোধী কথা বললেই কেউ দেশবিরোধী হয়ে যায় না।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*