শনিবার বেসরকারি ডালমিয়া ভারত গোষ্ঠীর হাতে ঐতিহাসিক স্থাপত্য লাল কেল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দিলো কেন্দ্র। আগামী ৪ বছরের জন্য ২৫ কোটি টাকার বিনিময়ে এই দায়িত্ব পেয়েছে তারা। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে মৌ ও স্বাক্ষরিত হয়েছে। শুধু লাল কেল্লা নয়, অন্ধ্র প্রদেশের কাড়াপার গান্ডিকোটা দুর্গরও তারা রক্ষণাবেক্ষণ করবে। এছাড়া জানা গিয়েছে, প্রতিবছর ১৫ আগাস্ট কেল্লার অধিকার নিরাপত্তা সংস্থাগুলির হাতে তুলে দেবে তারা।
যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে সরব হয়েছেন বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করে বলেন, কেন্দ্রীয় সরকার কেন আমাদের ঐতিহাসিক লালকেল্লার পরিচর্যা করতে পারলো না? লাল কেল্লা আমাদের জাতীয় প্রতীক। এখানে স্বাধীনতা দিবসের দিন আমাদের দেশের পতাকা উত্তোলিত হয়। এটাকে কেন ইজারা দেওয়া হলো? আজ দিনটা ইতিহাসের কালো ও দুঃখজনক দিন।
পাশাপাশি, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব প্রশ্ন করেছেন, সরকার লাল কেল্লাটাকেই বেচে দিতে চাইছে?
Be the first to comment